ঢাকাশুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার বিদেশী কূটনীতিকদের ব্রিফিংয়ে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৪ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেছেন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য সাম্প্রতিক কালে অন্য কোনো দেশের শিক্ষার্থীদের এত চড়া মূল্য দিতে হয়নি।

আজ রোববার (১৮ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকার বিদেশী কূটনীতিকদের ব্রিফিংয়ে অংশ নেন পূর্ব-পশ্চিমের কূটনীতিকরা। ব্রিফিং শুরু হয় দুপুর ১টা নাগাদ। এতে অংশ নেন জাতিসংঘসহ সকল উন্নয়ন সংস্থার ঢাকার প্রতিনিধিরাও।

ব্রিফিংয়ে ড. ইউনূস সরকারের কার্যক্রম ও বিভিন্ন পদক্ষেপ বিষয়ে তাদের অবহিত করার পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থাসহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন।

ড. ইউনূস তার ব্রিফিংয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও সাধারণ জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমি শ্রদ্ধা জানাই সাহসী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের প্রতি, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য সাম্প্রতিক কালে অন্য কোনো দেশের শিক্ষার্থীদের এত চড়া মূল্য দিতে হয়নি।

তিনি বলেন, সমতার ধারণার ওপর প্রতিষ্ঠিত বৈষম্যমুক্ত এবং পরিবেশবান্ধব একটি সমাজ গঠনের জন্য দেশের ছাত্র-জনতা লড়াই করেছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনুরোধে আমি দেশের দায়িত্ব গ্রহণ করেছি। প্রায় সকল সেক্টরেই আমাদের সামনে অনেক সংকট। শেখ হাসিনার স্বৈরশাসনে দেশের প্রায় সব প্রতিষ্ঠানই ধ্বংস হয়ে গেছে।

এর আগে নতুন সরকার গঠনের পরপরই বিদেশী কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।