ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাপ্তাহিক বাহাস সিরিজ শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ‘নতুন বাংলাদেশ : পথ কোথায়?’ শীর্ষক বাহাস সিরিজ আগামীকাল থেকে শুরু হচ্ছে।

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার সেমিনার হলে এই সাপ্তাহিক বাহাস অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক, নিউ এইজ পত্রিকার সাব এডিটর আবু ইসমাইল মোহাম্মদ দানিয়েল, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র ও মুসলিম নারী ভাস্কর সামান্থা শারমিন, জুলাই রেভুলেশনারী এলায়েন্সের মুখপাত্র ফানতাসির মাহমুদ, রসিক’র সম্পাদক ভূইয়াঁ মোহাম্মদ আসাদুজ্জামান এবং কবি, গবেষক ও আলেম মুসা আল হাফিজ। সঞ্চালনায় থাকবেন লেখক ও ফিল্ম মেকার এবাদুর রহমান।

এই বাহাস সিরিজের মূল উদ্দেশ্য হলো বিপ্লব পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা ও নতুন কৃষ্টি হাসিল, নতুন ফয়সালার প্রান্তসীমা নির্ণয় এবং বাংলাদেশের চলমান ইতিহাসের ভ্যান গার্ডদের সংলাপে ও সংলিপ্ততায় কৃষ্টি ও রাজনীতি, নির্মাণ ও সৃষ্টি, বিপ্লব ও বিতর্কের মিলন বিন্দুতে সর্বজনের আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।