ঢাকামঙ্গলবার , ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বৈদ্যুতিক দূর্ঘটনা ও প্রতিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
এপ্রিল ২২, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বৈদ্যুতিক শক হলে করণীয়ঃ

১। যদি বিদ্যুতের তারে লেগে থাকে তবে ভারী সেন্ডেল পায়ে শুকনা বাঁশ বা কাঠ দিয়ে সেটা সরিয়ে দিন। বিদ্যুতায়িত অবস্থায় সরাসরি তাকে ধরতে যাবেন না কখনোই। নইলে আপনিও বিপদে পড়বেন।

২। দ্রুত তাকে বালিশ ছাড়া,কাপড় খুলে (যথা সম্ভব) মাটিতে শুইয়ে দিন। এতে অতিরিক্ত বিদ্যুৎ মাটিতে চলে যাবে।

৩। মুখ,নাকে কোন ময়লা,থু-থু আছে কিনা বা জিহ্বা উলটে গিয়েছে কিনা দেখে নিন। থাকলে হাতের কাছে যাই পান (কাপড়) দিয়ে পরিস্কার করে দিন,জিহ্বা উল্টে থাকলে মুখে আঙ্গুল ঢুকিয়ে তা সোজা করে দিন। এরপর দুই চোয়ালের মাঝে দুই দিকে চাপ দিয়ে মুখ খোলা অবস্থায় মুখ দিয়ে ফু দিতে থাকুন (আর্টিফিসিয়াল ব্রিদিং মাউথ টু মাউথ)।

৪। একই সাথে বুকের ঠিক মাঝখানে একটু বায়ে (যেখানে হার্ট থাকে) হাতের তালুর গোড়ালি দিয়ে একটু ধাক্কা (CPR) দিন। এরপর ডান হাতের উপর বা হাত রেখে ১-২-৩…. ১-২-৩ এভাবে চাপ দিতে থাকুন। এটা মিনিটে ৭২ বারের মত করতে হয়। অর্থাৎ ঘড়ির কাটার টিক টিক এর চেয়ে একটু বেশি।

৫। ৩ ও ৪ পদ্ধতি ৫/৭ মিনিটের মত করে পালস,হার্ট সাউন্ড (যদি সম্ভব হয়),শ্বাস প্রশ্বাস দেখুন। যদি ফিরে আসে তবে বন্ধ করুন। আর ফিরে না এলে আবার ৩, ৪ বার রিপিট করুন।

৬। হাত,পা,শরীর হালকা মেসেজ করে দিতে পারেন।

৭। সব ঠিকঠাক হয়ে গেলে “Hartsol Saline 1000 ml” ২৫/৩০ ফোটা প্রতি মিনিটে দিতে পারেন। খেতে পারলে পানি,খাবার স্যালাইন,দুধ,ডাবের পানি এসব দিন।

বৈদ্যুতিক শক এড়াতে সতর্কতা —

►বৈদ্যুতিক শক এড়াতে চাইলে ভেজা হাতে বৈদ্যুতিক সুইচে হাত দেওয়া যাবে না।
►বিদ্যুতের কাজ করার আগেই মেইন সুইচ বন্ধ করে নিতে হবে।
►রাবারের জুতা পরে বিদ্যুতের কাজ করতে হবে।
►বাড়ি-ঘর বা অফিসের সব বৈদ্যুতিক তার ও আর্থিং ঠিক আছে কি না তা দেখে নিতে হবে