ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ : বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা ও সতর্কতা প্রকাশিত হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং গুজব প্রতিরোধে তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখতে হবে। মণ্ডপে ব্যাগ বা অন্যান্য থলে নিয়ে প্রবেশ ঠেকাতে সবাইকে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনিৰ্বাপক যন্ত্র স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো ও স্ট্যান্ডবাই জেনারেটর রাখার নির্দেশনা রয়েছে।
স্বেচ্ছাসেবকদের জন্য আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র ও ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড নিশ্চিত করতে হবে যাতে তারা সহজে শনাক্ত করা যায়।
পূজার সময় আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে বলা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়েছে।
প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত রুট মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে ও বিশৃঙ্খলা রোধ করা যায়।
জরুরি প্রয়োজনে কল্যাণ সংক্রান্ত বিভিন্ন কন্ট্রোল রুমের নম্বরও প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের সঙ্গে যোগাযোগ করা যাবে। পাশাপাশি, ২৪ ঘণ্টা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে জেলা পুলিশের সুপার ও থানার অফিসার ইনচার্জদের নম্বর তথ্য পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই নিরাপত্তা ব্যবস্থা ও পরামর্শের মাধ্যমে দুর্গাপূজা উৎসবটি নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
জরুরি যোগাযোগ নম্বরসমূহ:
যেকোন প্রয়োজনে সাধারণ মানুষ নিম্নোক্ত কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন।
- পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭, ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০
- ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০
- ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩, ০১৭০৫৫০৫৫২৯
- র্যাব কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০২
- ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯