ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৪ সন্তান রেখে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
সেপ্টেম্বর ৭, ২০২১ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঘরে চার সন্তান রেখে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে জেসমিন আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

সোমবার রাতে নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কে উপজেলার স্বলফ কমলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন আক্তার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামের মৃত মাহফুজ মিয়ার স্ত্রী। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক জোবাইদ মিয়া (৩৫) ওরফে মুরসালিন মিয়াকে আটক করেছে। জোবাইদ একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, জেসমিন আক্তারের চার সন্তান রয়েছে। আটক প্রেমিক জোবাইদের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

প্রেমের সম্পর্কের জেরে তারা সুনামগঞ্জের তাহেরপুর শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। কিশোরগঞ্জ থেকে সরাসরি যাওয়ার সুযোগ না থাকায় কেন্দুয়া দিয়ে আসতে হয়। তাই ফেরার পথে সোমবার স্বলফ কমলপুর নামক স্থানে পৌঁছলে ওই গৃহবধূ মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ওই গৃহবধূকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে প্রেমিক জোবাইদকে আটক করা হয়েছে। ওই নারীর স্বজনরা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।