স্টাফ রিপোর্টার ।। ৪২তম (বিশেষ) বিসিএস’র ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র মঙ্গলবার পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট চার হাজার চিকিৎসককের মেধাক্রম প্রকাশ করেছে পিএসসি।
আজ বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪২তম বিসিএস’র ফল প্রকাশের ঘোষণা দেয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে পিএসসি’র ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।