ঢাকামঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগাম শহরে বৃষ্টি হলেই নিম্মাঞ্চল প্লাবিত হয়। এ সমস্যা দীর্ঘদিনের।এবারও চট্টগ্রাম শহরে ১৫২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে চান্দগাঁও, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, বাকলিয়া, আগ্রাবাদে পানি জমে সীমাহীন দুর্ভোগে পড়েন মানুষজন। রোববার বিকেল তিনটা পর্যন্ত এই বৃষ্টি হয়।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, এই মুহূর্তে কোনো সতর্কতা সংকেত নেই। তবে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম নদী বন্দরের জন্য এক নম্বর নৌ সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।