বিজ্ঞানিদের কথাই সত্যি হলো! বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
গবেষণা সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ এখনো ভ্যাকসিনের একটি ডোজ পায়নি।
বিশ্বে করোনায় মৃত্যু ২৫ লাখ পার হতে সময় লেগেছিল এক বছরের বেশি সময়। তবে পরবর্তী ২৫ লাখ মৃত্যু হয়েছে মাত্র ২৩৬ দিনে।
গত সপ্তাহে বিশ্বে গড়ে প্রায় আট হাজার মানুষ করোনায় মারা গেছে।
করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের মোট মৃতের ১৪ শতাংশই যুক্তরাষ্ট্রের। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ব্রাজিল, মেক্সিকো এবং ভারত।