জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘প্রশাসনের আমলাদের বাধায় উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের জন্য কাজ করতে পারছেন না।’
শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোম ইঞ্জিনিয়ার্স মিলনায়তনের ‘উপজেলা দিবস’র আলোচনা সভায় এ কথা বলেছেন বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। ১৯৮৫ সালের ২৩ অক্টোবর তৎকালীন সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে উপজেলা পরিষদ ব্যবস্থা কার্যকর হয়নি। প্রশাসনের বিকেন্দ্রীয়করণের এ দিনটিকে জাপা উপজেলা দিবস হিসেবে পালন করে।
জাপা চেয়ারম্যান আলোচনা সভায় বলেছেন, ‘এরশাদ উপজেলা পরিষদ সৃষ্টি করে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। সরকারি সকল সেবা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছিলেন। শহরের সকল সুবিধা গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছিলেন পল্লীবন্ধু এরশাদ। উপজেলা পরিষদ প্রশাসনের বাধায় অকার্যকর হয়ে আছে। জাপা ক্ষমতায় গেলে আবারও উপজেলাকে জনসেবার কেন্দ্রবিন্দুতে পরিণত করবে।’
জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম করলেও অন্য ধর্মকে হেয় করেননি। রাষ্ট্রধর্মের সঙ্গে অসাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতার বিরোধ নেই।’
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশে সুশাসন নিশ্চিত করতে রূপরেখা ঘোষণা করবেন জিএম কাদের। কল্যাণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা পৌঁছে দিতে গ্রামাঞ্চলে গণসংযোগ করবে জাপা।’
জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘বাংলাদেশের মুসলমানের শরীরে একবিন্দু রক্ত থাকতে কেউ রাষ্ট্রধর্ম পরিবর্তন করতে পারবে না।’
উপজেলা পদ্ধতির বিরোধিতা করেছিল আওয়ামী লীগ ও বিএনপি। জাপার আরেক কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, যারা উপজেলা পরিষদ বিলুপ্ত করেছিলেন তারাই এখন উপজেলা পরিষদের নির্বাচন করতে মরিয়া।
সভায় আরও বক্তৃতা করেন জাপা প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।