ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

দেশে শুরু হচ্ছে টিকার বুস্টার ডোজের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৭, ২০২১ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে শিগগিরই শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুস্টার ডোজে অগ্রাধিকার দেয়া হবে বয়স্ক ব্যক্তি ও ফ্রন্টলাইনারদের। করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এবার বাংলাদেশেও শুরু হচ্ছে সেই প্রক্রিয়া।

সোমবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে স্বাস্থ্যবিষয়ক পত্রিকা টাইমস অব বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই শুরু হবে টিকার বুস্টার ডোজের কার্যক্রম। অগ্রাধিকার পাবেন বয়স্ক ও ফ্রন্টলাইনাররা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে টিকা উৎপাদনের জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে দেশে করোনায় মৃত্যুহার কম বলেও দাবি করেন তিনি।

এদিকে, অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, জেলা পর্যায়েই বেশির ভাগ চিকিৎসা সম্ভব। কিন্তু, জেলা পর্যায়ে চিকিৎসায় আস্থার অভাবে ঢাকায় আসেন রোগীরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় রোগীর চাপ কমাতে তিন হাজার কোটি টাকা ব্যয়ে ৮ বিভাগে ৮টি কিডনি, হার্ট ও ক্যানসার হাসপাতাল করা হবে। এছাড়া প্রতিটি বিভাগে হবে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটও।