টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে আসা বেশকিছু পর্যটককে দালাল ও মধ্যস্থ সুবিধাভোগীদের কারণে হয়রানি ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।
কতিপয় আবাসিক হোটেল-মোটেল, গাড়ি পার্কিং ও খাবার রেস্তোরাসহ পর্যটন সংশ্লিষ্ট নানান ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বিপুলসংখ্যক পর্যটক সমাগম ঘটায় হোটেল-মোটেল জোনসহ কক্সবাজার শহরের সবকটি আবাসিক হোটেল রুম বুকিং হয়েছে।
হোটেলে ঠাঁই না হওয়ায় আগত পর্যটকদের অনেককে রাত্রিযাপন করতে হয়েছে যাত্রীবাহী বাস, সৈকতের কিটকটে (বিনোদন ছাতা)।
আবার অনেককে সৈকতের খোলা আকাশের নিচেও থাকতে দেখা যায়।
কেউ কেউ অবস্থান নেন স্থানীয়দের বাসা-বাড়িতে।
এদিকে বিকল্প স্থানে থাকতে গিয়ে এসব পর্যটকদের মোটা টাকাও গুনতে হয়েছে।
এদের মধ্যে সবচাইতে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবারসহ ভ্রমণ করতে আসা লোকজনদের।
থাকার ব্যবস্থা না হওয়ায় পর্যটকদের অনেককে অবস্থান নিতে হয়েছে কক্সবাজার শহরের আশপাশের বিভিন্ন এলাকা ও উপজেলা সদরের বেশকিছু এলাকায়ও।
স্থানীয়দের বাসা-বাড়িতে থাকতে গিয়ে আগত পর্যটকরা ভোগান্তির মধ্যে পড়ায় অনেকেই ভ্রমণসূচি সংক্ষিপ্ত করে ফিরে যাচ্ছেন কক্সবাজার থেকে।