ঢাকাশনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রেস্টুরেন্ট-শপিং-ভ্রমণে লাগবে টিকা কার্ড

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

রেস্টুরেন্ট, শপিংমল এমন কি বাস ট্রেনে উঠতে গেলেও ভ্যাকসিনের ডাবল ডোজের সনদপত্র লাগবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কিছু দিনের মধ্যেই এ সিদ্ধান্ত বাধ্যতামূলক করা হবে বলে ব্রিফিংয়ে জানান তিনি। যা মনিটর করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠকে যোগ দেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ বাড়লে গণপরিবহনে অর্ধেক যাত্রী নেয়া হবে, তবে এখনো সে সময় আসেনি। এ সময় করোনা ভ্যাকসিনের ওপর জোড় দিয়ে জানানো হয়, যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা শিক্ষা প্রতিষ্ঠানেও আসতে পারবে না।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে বয়স কমানো হবে কিনা তা দ্রুত জানানো হবে। তবে ফ্রন্টলাইনার্সরা সবাই বুস্টার ডোজ পাবে বলে জানান তিনি। এখন পর্যন্ত লকডাউনের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।