ঢাকারবিবার , ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ওমিক্রনকে মৃদু বলা ভুল হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে বর্ণনা করার বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডfব্লিউএইচও) প্রধান টেডরস অ্যাধানম ঘেব্রেয়াসাস। ওয়ান ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনাভাইরাসের ডেল্টা ধরন এবং টিকা নেওয়াদের তুলনায় ওমিক্রন ধরনের প্রভাব কম হচ্ছে। তার মানে এটা নয় যে ওমিক্রনকে মৃদু হিসেবে বিবেচনা করা হবে।

টেডরসকে উদ্ধৃত করে এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আগের ধরনগুলোর মতো ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে।

তিনি আরো বলেছেন, ওমিক্রনে আক্রান্তের সুনামি অনেক বেশি এবং দ্রুত হচ্ছে। এটা বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ধারণক্ষমতার সীমা পার করে ফেলেছে।

তিনি আরো বলেন, গত সপ্তাহে প্রায় ৯৫ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় এটি অনেক বেশি। 

জানা গেছে, যুক্তরাষ্ট্রে গত সোমবার এক দিনে নতুন করে ১০ লাখ ৮৪ হাজার মানুষের আক্রান্ত হয়েছে। ডাব্লিউএইচও বলছে, গত সপ্তাহে বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। আর আমেরিকা মহাদেশে সংক্রমণ বেড়েছে শতভাগ। আর সারা দুনিয়ায় গুরুতর আক্রান্ত রোগীদের ৯০ শতাংশেরই টিকা নেওয়া ছিল না।