ঢাকাবুধবার , ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ফিতরা কত টাকা ২০২২

Link Copied!

ইসলামিক ফাউন্ডেশন এর জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ২০২২ সালের ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয় জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ।

উল্লেখ্য, ফিতরা নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে, উন্নতমানের আটা বা গম দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ স’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭৫ টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে এক স’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৩০০ টাকা, কিসমিস দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৪২০ টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা’বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১ হাজার ৬৫০ টাকা ও পনির দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে।

দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা/গম, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।

মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলোর যে কোন একটি পণ্য বা এর বাজার মুল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মুল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মুল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

ইসলামি শরিয়তে সদাকাতুল ফিতর সকলের উপর ওয়াজিব। যারা যাকাত গ্রহণ করতে পারে এমন ব্যক্তি সদাকাতুল ফিতরও গ্রহণ করতে পারে।

এ প্রসঙ্গে রসুলুল্লাহ (সা:)-এর থেকে হযরত ইবনু ওমর (রা:) বর্ণনা করেন-

فرض رسول الله صلى الله عليه و ستم زكاة النظر من رمضان اغا ن تمر أوضاعا بين شعير على العبي والخير والكر والأنثى والصغير والكبير من المشييي.

অর্থ: রসুলুল্লাহ (সা: ) সদাকাতুল ফিতর এক সা’ পরিমাণ খেজুর কিংবা যব প্রত্যেক মুসলিম, ক্রীতদাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছােট ও বড় সকলের উপর অপরিহার্য করেছেন। (সহিহ বুখারি ও মুসলিম)

সদকাতুল ফিতরের পরিমাণ ও ফিতরা দেওয়ার নিয়ম

সদকাতুল ফিতরের পরিমাণ ও ফিতরা দেওয়ার নিয়ম: সদাকাতুল ফিতর। ইসলামি অর্থ ব্যাবস্হূয় গুরুত্বপূর্ণ একটি বিধান হলো সদাকাতুল ফিতর। অর্থের সুষম বণ্টনে সদাকাতুল ফিতরের অবদান ব্যাপক। সদাকাতুল ফিতর রোজার সাথে সম্পৃক্ত। রোজার ভাঙ্গার কারণে সদাকাতুল ফিতর দেওয়া হয়। ঈদুল ফিতর যাতে সবাই সমানভাবে, আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য ইসলাম সদাকাতুল ফিতরের বিধান দিয়েছে।

সদকাতুল ফিতর অর্থ কি??

সদাকা অর্থ হল দান। আর ফিতর অর্থ হলো ভাঙ্গা। সুতরাং সদাকাতুল ফিতর অর্থ, ভাঙ্গার দান। দীর্ঘ একমাস সিয়াম সাধনা করে রোজদ ভাঙ্গতে হয়। এই ভাঙ্গার কারণে এই যাকাত দিতে হয়। মুসলিম গরিবদেরকে ফিতরা দিতে হয়। নির্দিষ্ট নেসাব পরিমাণ মালের মালিক হলে ফিতরা বা সদকাতুল ফিতর ওয়াজিব হয়।

ফিতরা অর্থ কি?

ফিতরা একটি আরবি শব্দ। সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতরকে সংক্ষেপে ফিতরা বলা হয়। ফিতরা অর্থ ভাঙ্গা
যাকাতুল ফিতর কি।

যাকাতুল ফিতর হলো সদাকাতুল ফিতর। সদাকাতুল ফিতরকেও যাকাতুল ফিতর বলা হয়। সদকাতুল ফিতরকে ফিতরা ও বলা হয়।

সদাকাতুল ফিতরা কার উপর ওয়াজিব

ফিতরা কার উপর ওয়াজিব? ঈদের দিন সকালবেলা যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার উপর সদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। নিসাব পরিমাণ সম্পদ হলো “সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রুপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসাপণ্য।

ফিতরা কখন আদায় করতে হবে।

সদাকাতুল ফিতর কখন আদায় করতে হয়।
সদকাতুল ফিতর ঈদের জামাতে যাওয়ার আগ পর্যন্ত আদায় করলে আদায় হয়ে যাবে।

সদকাতুল ফিতর ব্যাক্তি তাঁর নিজের ও পরিবারের পক্ষ থেকে ফিতরা আদায় করা তাঁর উপর ওয়াজিব।

ফিতরা আদায়ের নিয়ম।

ফিতরা আদায়ের নিয়ম হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সা. যুগে ফিতরা আদায় করতেন।
হাদিস অনুযায়ী দেখা যায় ৫ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায়।

  • গম,
  • যব,
  • কিসমিস,
  • খেজুর,
  • পনির।

গমের পরিমাপ হলো “অর্ধ সা”আর বাকিগুলোর পরিমাপ এক সা। এগুলো দিয়ে ফিতরা আদায় করতে হয়।

এক সা কত কেজি।

সা এর পরিমাণ কত? এক সা সমান কত কেজি? এক সা সমান কত কেজি হয়। কেজি দিয়ে হিসাব করলে ‘এক সা’ হচ্ছে ৩ কেজি ৩০০ গ্রাম।

সদকাতুল ফিতরের পরিমাণ।

ফিতরা বা সদকাতুল ফিতরের পরিমাণ কত? কত টাকা ফিতরা দিতে হবে? চলুন জেনে নেওয়া যাক।
ইসলামি ফাউন্ডেশন এ বছর ফিতরা নির্ধারণ করেছে। এবার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা।

  • আটা বা গম দিয়ে ফিতরা আদায় করলে ‘অর্ধ সা’ দিতে হবে। যা ১ কেজি ৬৫০ গ্রাম। এর বাজার মূল্য ৭৫ টাকা।
  • যব দিয়ে ফিতরা আদায় করলে ‘এক সা’ দিতে হবে। কেজির হিসেবে ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজার মূল্য ৩০০ টাকা।
  • কিসমিসের ক্ষেত্রে ফিতরা আসবে ‘এক সা’। কেজির হিসাবে ৩ কেজি ৩০০ গ্রাম। টাকার হিসাবে ফিতার আসবে ১ হাজার ৪২০ টাকা,
  • খেজুর দিয়ে আদায় করলে ১ হাজার ৬৫০ টাকা।
  • পনির দিয়ে আদায় করলে ২ হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে।

টাকা দিয়ে কি ফিতরা আদায় করা যাবে।

টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে। কারণ মানুষ টাকার মুখাপেক্ষী। তাছাড়া তাবেয়ীগণও দিরহাম দিয়ে ফিতরা আদায় করতেন।

ফিতরা কবে প্রচলন হয়?

ফিতরা প্রচলন কবে হয়। ফিতরা ২য় হিজরী সনে প্রবর্তন হন। এ বছর রোজা ফরজ হয়। রোজাতে কোন ধরণের ত্রুটি বিচ্যুতি হলে,  তার ক্ষতিপূরণের জন্য এই বিধান দেওয়া হয়েছে।

ফিতরা সংক্রান্ত হাদিস।

ফিতরা সংক্রান্ত প্রচুর হাদিস রয়েছে। ফিতরার ফজিলত ও নিয়ম কানুন সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে ফিতরা সংক্রান্ত হাদিসে। নিচে আমরা কিছু হাদিস তুলে ধরছি।