ঢাকাসোমবার , ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে নামাজের সময় ছাড়া এসি বন্ধের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৯, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এরই অংশ হিসেবে মসজিদে নামাজের সময় ছাড়া এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে আমরা প্রচুর পরিমাণে এসি ব্যবহার করছি। এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। নামাজের সময়টুকু কেবল ব্যবহার করুন। অনেক জায়গায় নামাজের সময় ছাড়াও অনেকে এসি চালায় দেখেছি। এজন্য অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব সাশ্রয় করুন।

আরও পড়ুন: কোন এলাকায় কখন লোডশেডিং