ঢাকারবিবার , ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরের জাজিরায় ট্রাক অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৬ ব্যক্তি নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
জানুয়ারি ১৭, ২০২৩ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

 জেলার পদ্মা সেতুর জাজিরা প্রান্ত এলাকায়  আজ ভোর  সাড়ে ৪টার দিকে চলন্ত এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে থাকা ৬ ব্যক্তি ঘটনাস্থলেই  নিহত হন।  মৃতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস শরীয়তপুর।
শরীয়তপুর ফারয়ারসার্ভিসের ডিএডি মো: আমজাদ হোসেন বাসস’কে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমাদের শরীয়তপুরের দুইটি টিম ও জাজিরার একটিম ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। সেখানে এলপিগ্যাস বোঝাই একটি ট্রাকের পেছনে একটি অ্যাম্বুলেন্স ঢুকে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ ৬ জনই নিহত হয়েছে। অ্যাম্বুলেন্সের পেছনের ৪ জনকে তাৎক্ষনিক উদ্ধার করতে পারলেও র‌্যাকারবিন ব্যবহার করে পরবর্তীতে সামনের দিকের দুইজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। এর মধ্যে দুই জন নারী ও ৪ জন পুরুষ। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের পরিচয় এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল কাজ চলমান রয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিতে আমরা সংশ্লিষ্টদের সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছি।