জেলার সদর উপজেলায় আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন দপার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায়’-এর পক্ষ থেকে বিনামূল্যে তিনশ’ ৫৮ টি দরিদ্র পরিবারের মধ্যে ‘সোলার হোম সিস্টেম’ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১১টায় সদর উপজেলার মগবান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সোলার হোম সিস্টেম বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ, মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।