ঢাকারবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আগমনে বিশৃঙ্খলা, নিউইয়র্কে বিএনপিকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। এসময় বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় সন্ধ্যায় তাকে আটক করা হয়।

প্রধামনন্ত্রীর আগমন উপলক্ষ্যে জেএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে রোববার সন্ধ্যায় আনন্দ সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর থেকে যাওয়ার পথে দেখা যায়, রাস্তার দুই পাশে দুই দলের নেতাকর্মীরা অবস্থান করছে। তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন নিউইয়র্ক পুলিশ। এসময় স্লোগান দিতেও দেখা যায় তাদের। দুই দলই পক্ষে-বিপক্ষে স্লোগান দেয়।

এদিন সন্ধ্যা থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন আওয়ামী লীগ নেতারা। বিমানবন্দরের আরেক দিকে অবস্থান নেন বিএনপিও। এসময় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। তখনই বিএনপির ওই কর্মীকে আটকের ঘটনা ঘটে।