ঢাকারবিবার , ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় তিন বাংলাদেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২২, ২০২৩ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তাদের কাছ থেকে ১২০টি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতো রুসলীন বিন জোসুহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এক বিশেষ অভিযানে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়স ২৬ থেকে ৩৩ বছরের মধ্যে।

বিবৃতিতে জানানো হয়, ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট ও একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে সোমবার দুই জনকে গ্রেপ্তার করা হয়।

এর পরে জালান কেপংয়ের একটি অ্যাপার্টমেন্ট থেকে মূলহোতাকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ ও দুটি প্রিন্টার জব্দ করেছে, জানানো হয় বিবৃতিতে।

এতে আরও উল্লেখ করা হয়, এক বছর ধরে তারা এই অপরাধ করে আসছিলেন। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিতের নিতেন। বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিক তাদের গ্রাহক ছিলেন।