ঢাকাশনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় কবি নজরুলের দৌহিত্র বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। শনিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৭টায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাবুল কাজীর শরীরে ৭৪ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন যে, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেন, বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করার সময় গ্যাসলাইটার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে।

আমরা সবাই বাবুল কাজীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।